লো ক্যালরি চটজলদি ব্রকলি সালাদ রেসিপি | Broccoli Healthy Salad Recipe Bangla

হেলদি ব্রকোলি সালাদ রেসিপি
হেলদি ব্রকোলি সালাদ রেসিপি 

যত খুশী খান ! ওজন কমান ! ঘরে থাকা সাধারন উপকরণে দারুন মজার ব্রকলির সালাদ। ব্রকলি বাঁধাকপির মার্জিত ফুলের পাশাপাশি ফুলকপি, নিসন্দেহে উপকার করে। এগুলি ফাইবারে সমৃদ্ধ, কম ক্যালোরি এবং অনেকগুলি ভিটামিন যেমন সি, এ, বি 1 এবং বি 2, কে এবং পি।

ব্রকোলি সালাদ বানানোর উপকরন ঃ

 ব্রকোলি-- ১ টি বড়ো ব্রকোলির( ১/৪ ভাগ)

ড্রেসিং-এর জন্যেঃ

  1. থ্যাতো করা রসুন-- ২-৩ কোয়া
  2. অলিভ অয়েল-- ১ টে চামচ
  3. ভিনেগার-- ১ চা চামচ
  4. লেবুর রস-- ১ টে চামচ
  5. মধু-- ১ টে চামচ
  6. চিলি ফ্লেকস-- দেড় চা চামচ
  7. লবণ-- স্বাদমতো
এছাড়াও গার্নিশের জন্যে লাগবে :

  • রোস্টেড বাদাম অথবা সিসমে সীডস, টমাটো।

ব্রকোলি সালাদ বানানোর প্রস্তুত ও প্রণালী ঃ

ফুটন্ত গরম পানিতে ২-৩ মিনিট ব্রকোলি ব্লাঞ্চ করে পানি ঝরিয়ে পেপার টাওয়েল দিয়ে ভালোভাবে পানি মুছে রাখুন। বড়ো একটি ডিশে ড্রেসিং-এর সব উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিন। এইবার ব্রকোলি মিশিয়ে সার্ভিং বোলে ঢেলে ওপরে টমাটো কিউবস, সিসমে সীডস অথবা বাদাম ছড়িয়ে পরিবেশন করুন ক্রাঞ্চি, ইয়াম্মি ব্রকোলি সালাদ!

Health Benefits of Broccoli Salad | ব্রকোলি সালাদ এর পুষ্টির পরিমান ঃ


ব্রকলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিঅক্সিডেন্ট দেহের ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যালস দূর করে।

  • ১০০ গ্রাম ব্রকলিতে রয়েছে-
  • ক্যালোরি -৩২ কিলোক্যালরি
  • কার্বোহাইড্রেট - ৬ গ্রাম
  • প্রোটিন -২.৫ গ্রাম
  • ফাইবার-২.৫ গ্রাম
  • ফ্যাট-০.১ গ্রাম

এ ছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি৯, ভিটামিন সি, ভিটামিন কে, বিটা ক্যারোটিন, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি উপাদান। ব্রকলির ৯৭ শতাংশ পানি।

Post a Comment

Previous Post Next Post