চকলেট ময়েস্ট কেক বাংলা রেসিপি | Easy ​Chocolate Moist Cake Bangla in Recipe

চকলেট ময়েস্ট কেক বাংলা রেসিপি
চকলেট ময়েস্ট কেক
চকলেট ময়েস্ট কেক | How To Make Moist Chocolate Cake Bangla recipe



আপনি যদি একটি কেক পছন্দ করেন,তাহলে এই রেসিপিটি আপনার জন্য এটি একটি ফাইভ স্টার হোটেলে অন্যতম রেসিপি  এবং এটি সারাদেশে জনপ্রিয় কেক । যারা কেক লাভার আছেন এই রেসিপিটি তৈরি করতে পারেন সহজে ।এ কেকের উপকরণের সাথে কফিও দেওয়া হয় যার কারণে এটি অন্যরকম একটি টেস্ট হয় ।বাংলাদেশের অনেকেই এই  ময়েস্ট কেকর রেসিপি জানিনা এই জন্য আজকে আমরা রেসিপিটি আপনাদের জন্য নিয়ে আসলাম ।

চকলেট মোয়েস্ট কেক বানানোর উপকরণ :

১ .ময়দা- ১ কাপ ।

২.কোকো পাউডার - ১/৩ কাপ + ১ টে.চামচ ।

৩. পাউডার দুধ- ২ টেবিল চামচ ।

৪ .কর্ণফ্লাওয়ার- ১/৪ কাপ ।

৬ .বেকিং পাউডার - ১ চা চামচ ।

৭. বেকিং সোডা- ১/২  চা চামচ ।

৮. লবণ - এক চিমটি ।

৯.  ডিম -২ টি ।

১০. চিনি- ১ কাপ ।

১১. সয়াবিন তেল- ১/২ ( হাফ) কাপ ।

১২. ভেনিলা বা চকলেট এসেন্স - ১ চা চামচ ।

১৩.  কফি - ১ টেবিল চামচ ।

গ্রানাসের জন্য যা লাগবে:

১ লিকুইড দুধ ফুল ক্রিম - ১ কাপ।

২ বাটার- ১.৫ টেবিল চামচ ।

৩ ডার্ক চকলেট - ১০০ গ্রাম।

 চকলেট ময়েস্ট কেক  বানানোর প্রস্তুত প্রণালী :

প্রথমেই কেক তৈরি করার বাটিতে তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে রেখে দিবো। আর বড় একটা প্যানে ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিবো।

এবার একটা চালনিতে, ময়দা, পাউডার দুধ,কোকো-পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা,কর্ণফ্লাওয়ার, লবণ মিশিয়ে চেলে নিবো। 

তারপর একটা বাটিতে দু'টো ডিম বিট করে তাতে চিনি, সয়াবিন তেল দিয়ে বিট করে নিবো, (যাদের বিটার নেই তারা হেন্ড উইচ বা কাটা চামচ দিয়েভাল করে মিক্সড করে নিবেন।) এবার এতে -ভেনিলা/ চকলেট এসেন্স দিয়ে ভাল করে মিশিয়ে নিবেন। চিনি না গলা পর্য়ন্ত নাড়তে হবে।

এবার শুকনো উপকরণ গুলো আবারও চালনিতে চেলে ডিমের মিশ্রনে আলতো ভাবে মিশিয়ে নিবো 

এবার ছোট বাটিতে সামান্য গরম পানিতে কফি গুলিয়ে মিশ্রণে মিশিয়ে নিবো।

তারপর কেকের বাটিতে ঢেলে ভাল করে,টেপ করে নিবো, জেনো ভিতরে বাবল না থাকে।

এবার প্রিহিট করা বড় প্যামে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৪০-৪৫ মিনিট মিডিয়াম আঁচে তৈরি করে নিবো।

এবার, চকলেট গ্রানাস তৈরি করার জন্য, 

অন্য আরও একটা চুলায় প্যানে ফুলক্রিম লিকুইড দুধ এক কাপ জ্বাল দিবো। দুধ গরম হলে বাটার দেড় টেবিল চামচ দিয়ে জ্বাল দিবো। একটা বলগ আসার পর চুলা বন্ধ করে দিবো। আর এই গরম দুধে, ডার্ক চকলেট ১০০ গ্রাম দিয়ে নাড়তে থাকবো। চকলেট গলে যাবার পর, একটা বাটি বা কাপে ঢেলে নিবো।

এবার, ৪০ মিনিট পর কেক হয়েছে কি না টুথপিক দিয়ে দেখে নিবো চুলা বন্ধ করে, কেক এর বাটি নামিয়ে একটু ঠান্ডা করে চাকু দিয়ে বাটির চারপাশ ছাড়িয়ে নিবো।

এবার একটা প্লেট বাটিতে বসিয়ে উপর করে বের করে নিবো। কেক থেকে বেকিং পেপার সরিয়ে নিবো।

এবার কেক টা অসমতল থাকলে, সমান করে কেটে নিবো।

কেটে ফেলে দেওয়া এই গুলো দিয়ে, কেক এর ক্রাম্বস তৈরি করবো। তাই ব্লেন্ডারে গুড়ো করে ক্রাম্বস তৈরি করে রেখে দিবো। কেক সাজানোর জন্য লাগবে।

এখন কেক দু'টো লেয়ার জন্য তৈরি করে নিবো।এবার কেক তৈরি করার প্লেটে একটু চকলেট গ্রানাস দিবো আর তার উপর কেক-এর একটা পার্ট রেখে তাতে চকলেট গ্রানাসের লেয়ার ব্রাশ করে নিবো।

তার উপরে অন্য কেক এর পার্ট দিয়ে চকলেট গ্রানাস দিয়ে সম্পূর্ণ কেকটা ডেকোরেট করে নিবো আর কেক এর চারপাশে কেক ক্রাম্বস লাগিয়ে নিবো।

এবার উপরটা চকলেট বল ও হিয়াইট চকলেট গ্রেট করে সাজিয়ে নিবো। হয়ে গেলো চকলেট ময়েস্ট কেক।

চকলেট ময়েস্ট কেক এর পুষ্টির পরিমান ।

  • ক্যালোরি ২৮০ গ্রাম
  • ফ্যাট ১২ গ্রাম 
  • প্রোটিন ৫ গ্রাম 
  1. Calories: 280
  2. Protein: 5 grams
  3. Carbohydrates: 40 grams
  4. Fat: 12 grams
  5. Saturated Fat: 2 grams
  6. Cholesterol: 35 milligrams
  7. Sodium: 280 milligrams
  8. Fiber: 3 grams
  9. Sugars: 24 grams

 একজন মানুষের  আদর্শ ওজন সঠিক রাখতে দিনে ২০০০ ক্যালোরি পর্যন্ত গ্রহণ করতে পারে।আপনার ক্যালরির প্রয়োজন অনুসারে আপনার দৈনিক ক্যালরির পরিমান টুকু বেশি বা কম হতে পারে। এটা কে DV বা ডেইলি ভ্যালু বলা হয়। 

Post a Comment

Previous Post Next Post