মাদ্রাজি চিকেন 65
চিকেন ৬৫ ??
আপনাদের হয়তো ৫ষ্টার হোটেলের খাবার খেতে পছন্দ করেন। কিন্তু চাইলেও পারেন না টাকা পয়সা বা রেসিপি না থাকার কারনে । আজ আমি শিখাবো কীভাবে ঘরে বসে বানিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান কুইজিনের বিখ্যাত চেন্নাই তামিল নাডুর মাদ্রাজি চিকেন 65 । এটি বানাতে বেশি এতো দামি কুনো উপকরণ লাগবে না । কারণ এতে মাংস ছাড়া খুব বেশি দামি কিছুই নেই । তাহলে চলুন শুরু করি আজকের এই বহুল প্রচলিত রেসিপি টি।
চিকেন 65 এর ইতিহাস :
কেন এই নাম চিকেন 65 ? এটি মাদ্রাজে সর্ব প্রথম প্রবর্তিত, সুস্বাদু, ভাজা ডিশের নামটি কেন রয়েছে তা নিয়ে বিভিন্ন মত রয়েছে কালিনারি তে ও ইতিহাসে।
অনেক বলেন মুরগি টি ৬৫ দিনের জন্য মেরিনেট করা হয় তাই এই নাম করন।
কেউ বলেন এটি ৬৫ দিন বয়সের পুরানো মুরগি থেকে তৈরি পরে একটি মুরগি ৬৫ টুকরা কাটা হয় এজন্য নাম হয়েছে চিকেন 65 । বেশির ভাগ মানুষ বলেন কোনও এক শেফ এই রেসিপিটি তে 65 টি মরিচ যোগ করেছিলেন তাই এটা চিকেন 65। বাস্তবে ডিশটি বুহারির হোটেল দ্বারা ১৯৬৫ মানে ১৯৬৫ সালে প্রবর্তিত হয়েছিল বলে ডিশ টির নাম হয় চিকেন 65 ।
চিকেন 65 রান্নার মাংস মেরিনেট করার উপকরণ :
- ১। মুরগির বুকের মাংস - ২০০ গ্রাম (কিউব করে কাটা)
- ২। আদা পেস্ট ১ চা চামচ
- ৩। রসুন পেস্ট ১ চা চামচ
- ৪। লবন - স্বাদ মত
- ৫। কালো গোল মরিচ গুঁড়ো - ১ চা চামচ
- ৬। গরম মশলা গুঁড়ো - ১ চা চামচ
- ৭। কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো -১ চা চামচ
- ৮। ভুট্টা ময়দা -১ চা চামচ ()
- ৯। চালের গুঁড়ো -১ চা চামচ ()
- ১০। ময়দা - ১ টেবিল চামচ
- ১১। লেবু রস অদা টুকরো লেবুর
- ১২। হলুদ গুঁড়ো ১ চা চামচ
- ১৩। ডিম - ১ টি
- ১৪। টক দই - ২ টেবিল চামচ
চিকেন 65 রান্নার প্রস্তুত প্রণালি :
চিকেন 65 ফোঁড়ন দেয়ার উপকরণ :
- রেড চিলি সস - ১ চা চামচ
- রসুন কুচি - ১ টি
- ধনেপাতা কুচি - অল্প
- কাঁচা মরিচ কুচি - ২ টি
- শুকন মরিচ কুচি - ২ টি
- তেল - ২ টেবিল চামচ
- শাহী জিরা - ১ চা চামচ
- কারি পাতা - অল্প
চিকেন 65 এর পুষ্টির পরিমান :
- ক্যালোরি ২৫০ গ্রাম
- ফ্যাট ৫ গ্রাম
- প্রোটিন ৩৪ গ্রাম
Calories 2508% Total Fat 5g grams0% Saturated Fat 0g gramsTrans Fat 02g grams0% Cholesterol 03 mg milli grams22%Sodium 520 mg milli grams4% Total Carbohydrates 13 ggrams12% Dietary Fiber 3ggramsSugars 3ggramsProtein 34ggrams30% Vitamin A15% Vitamin C4% Calcium15% Iron